
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বুধবারের উত্থানে আশা জেগেছিল লগ্নিকারীদের মনে। বৃহস্পতিবার সেই আশায় জল ঢেলে দিল শেয়ার বাজার। দিনের শুরুটা ভাল হলেও সারাদিনে ১১৯০ পয়েন্ট পড়ল সেনসেক্স। নিফটির অবস্থাও তথৈবচ। আগামী কয়েক দিন বাজারের এই হাল থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবারের এই পতনে লগ্নিকারীদের দুই লক্ষ ৭৫ হাজার কোটি টাকা বাজার থেকে মুছে গিয়েছে।
২৮ নভেম্বর বৃহস্পতিবার বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়েছে ৭৯,০৩৪.৭৪ পয়েন্টে। এ দিন ,সেনসেক্স পড়েছে ১১৯০.৩৪ পয়েন্ট। অর্থাৎ সূচকের পতন হয়েছে ১.৪৮ শতাংশ। ৩৬০.৭০ পয়েন্ট পতনের ফলে দিনের শেষে নিফটি গিয়ে দাঁড়িয়েছে ২৩,৯১৪.২০ পয়েন্টে। অর্থা নিফটির পতন হয়েছে ১.৪৯ শতাংশ।
বুধবার বাজার বন্ধের সময় সেনসেক্স ছিল ৮০.২৩৪.০৮ পয়েন্ট। বৃহস্পতিবার উত্থান বজায় ছিল। কিন্তু সকাল ১১টার পর থেকেই বাজারে পতন লক্ষ্য করা যায়। এ দিন ১ হাজার ৮৬৯টি স্টকের দর বেড়েছে। দাম পড়েছে ১ হাজার ৫৪৭টি শেয়ারের। আর ৮৮টি স্টকের দর কোনও পরিবর্তন হয়নি। এ দিন লোকসান হয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির। নিফটির তথ্যপ্রযুক্তি সূচকের ২.৪ শতাংশ পতন হয়েছে এ দিন। ইনফোসিসের ৩.৫, টিসিএসের ১.৮ এবং এইচসিএল টেকের ২.৫ শতাংশ শেয়ারের পতন হয়েছে। গাড়ি শিল্পে শেয়ারেরও ১.৬ শতাংশ পতন লক্ষ্য করা গিয়েছে। মাহিন্দ্রা এবং মাহিন্দ্রার শেয়ার পড়েছে ৩.৫ শতাংশ।
বাজারের কারণ হিসাবে লগ্নিকারীদের হাতে থাকা প্রযুক্তি সংস্থাগুলির শেয়ার বিক্রি করে দেওয়াকেই দায়ী করা হয়েছে। এ ছাড়াও মার্কিন ফেডারেল রিজার্ভ অবিলম্বে সুদের হার আর না কমানোর সিদ্ধান্ত হতাশ করেছে লগ্নিকারীদের।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা